রাজবাড়ীতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমির যৌথ উদ্যোগে গতকাল সোমবার সকালে রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‘শিশুর কথা শুনব আজ, শিশুর জন্য করবো কাজ’ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শংকর চন্দ্র বৈদ্য। অন্যদের মাঝে বক্তৃতা করেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুুপার (সদর সার্কেল) আবু রাসেল, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু প্রমুখ।
জেলা প্রশাসক তার বক্তৃতায় বলেন, শিশুরাই জাতির ভবিষ্যৎ। সম্মিলিত প্রয়াসের মাধ্যমে প্রতিটি শিশু যেন হাসতে পারে, স্বপ্ন
দেখতে পারে। সেই সমাজ গড়ে তুলতে হবে। রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেছেন, শিশুদের সঠিক বিকাশ শিক্ষা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সকলের নৈতিক ও সামাজিক দায়িত্ব।
আলোচনা শেষে শিশুদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।