‘মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকবৃন্দের ৫ দফা দাবি বাস্তবায়ন’ স্লোগানে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও এন্ট্রিপদ ৯ম গ্রেড বাস্তবায়ন বিষয়ক অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার বিকেল সাড়ে ৩ টার দিকে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) রাজবাড়ী জেলা কমিটির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল খালেকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা শিক্ষা কর্মকর্তা ও জেলা সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র বিশ্বাস, গোয়ালন্দ শহীদ স্মৃতি সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সদর উদ্দিন, রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও শিফট ইনচার্জ মো. আব্দুল মান্নান, রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু সাঈদ, রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরিফুল ইসলাম বিপুল, রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সালাউদ্দিন, সাংবাদিক আব্দুল কুদ্দুস প্রমুখ। এসময় জেলার অন্যান্য সরকারি উচ্চ বিদ্যালয়গুলোর বিভিন্ন শিক্ষকেরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সরকারি মাধ্যমিক শিক্ষক রয়েছেন প্রায় ১৫ হাজার। এই শিক্ষকদের পদোন্নতির জন্য পদ রয়েছে মাত্র ৪ শতাংশ। যোক্তিক কোন পদসোপানের সুযোগ না থাকায় অধিকাংশ শিক্ষককে পদোন্নতি ছাড়াই অবসর গ্রহণ করতে হয়। পদোন্নতি অনিয়মিত হওয়ায় কিছু পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। বর্তমানে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে এখন অতিরিক্ত যোগ্যতাসম্পন্নরাও শিক্ষক হিসেবে আসতে শুরু করেছে। পর্যাপ্ত পদের অভাবে বিভিন্ন শিক্ষকেরা এখন বিসিএস নন ক্যাডার সম্মান নিয়ে এসে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে যোগদান করছেন। যেহেতু শিক্ষার মানের পাশাপাশি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অধিক যোগ্যতাসম্পন্ন শিক্ষক আসতে শুরু করেছে। এসময় আগামী ১০ কর্মদিবসের মধ্যে দাবিগুলো মেনে না নেওয়া হলে চাকুরিবিধি মেনে আন্দোলনে নামার হুমকি প্রদান করেন তারা। তাদের অন্যান্য দাবিগুলো হলো অনতিবিলম্বে আঞ্চলিক উপপরিচালকের প্রশাসনিক এবং আর্থিক ক্ষমতা সংরক্ষণসহ মাধ্যমিকের সকল কার্যালয়ের স্বাতন্ত্র্য ও মর্যাদা রক্ষা, বিদ্যালয় ও পরিদর্শন শাখার সকল শূণ্যপদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন এবং বকেয়া সিলেকশন গ্রেড ও টাইমস্কেল এর মঞ্জুরী আদেশ প্রদান করতে হবে।