ক্ষুরধার যুক্তি আর প্রাণবন্ত বক্তৃতার মধ্য দিয়ে রাজবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে বিএফএফ-সমকাল বিতর্ক প্রতিযোগিতা। রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে রাজবাড়ী ইয়াছিন উচ্চ বিদ্যালয়। প্রতিযোগিতায় রানার্স আপ হয়েছে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়। ফাইনালের সেরা বক্তা নির্বাচিত হন জয়ী দলের দলনেতা মোনালিসা। ফাইনালে ‘পলিথিন বন্ধে আইন নয়, সচেতনতা বেশি জরুরি’ বিষয়ে অনুষ্ঠিত হয় বিতর্ক।
প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের বিতার্কিকদের হাতে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা ও রাজবাড়ী সুহৃদ সমাবেশের উপদেষ্টা সৈয়দ সিদ্দিকুর রহমান, রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রেজাউল করিম মিলন, রাজবাড়ী সুহৃদ সমাবেশের উপদেষ্টা ফকীর জাহিদুল ইসলাম রুমন, সেলিনা বিলকিস, কলেজ শিক্ষক অপূর্ব দাস, অরূপ প্রামানিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ী সুহৃদ সমাবেশের সভাপতি কমল কান্তি সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রবিউল রবি।
এর আগে সকালে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় বিতর্ক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। এ পর্বে অতিথি ছিলেন কুষ্টিয়া মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. ইকবাল হোসেন, রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল খালেক, রাজবাড়ী সুহৃদ সমাবেশের উপদেষ্টা মুহাম্মদ সাইফুল্লাহ। সঞ্চালনা করেন সমকালের রাজবাড়ী প্রতিনিধি সৌমিত্র শীল চন্দন।
দিনব্যাপী প্রতিযোগিতায় বিচার কার্য পরিচালনা করেন সুরজিৎ চক্রবতী অরূপ প্রামানিক, অপূর্ব দাস, মো. জিন্নাহ, রফিকুল ইসলাম, সুমন বিশ্বাস, সেলিনা বিলকিস, ফেরদৌস খান ফেয়ার, ইমতিয়াজ সৌরভ, নাজিয়া সুলতানা, সুলদতানা রাজিয়া, অনামিকা আজাদ ও আবীর হাসান।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী আটটি দল হলো রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়, রাজবাড়ী ইয়াছিন উচ্চ বিদ্যালয়, অংকুর স্কুল এন্ড কলেজ, রাজবাড়ী, শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়, বালিয়াকান্দি পাইলট উচ্চ বিদ্যালয়, রাজধরপুর উচ্চ বিদ্যালয় এবং তমিজউদ্দিন খান বালিকা উচ্চ বিদ্যালয়।
যাদের সর্বাত্মক সহযোগিতায় এ কর্মযজ্ঞ সফলভাবে সম্পন্ন হয়েছে তারা হলেন রাজবাড়ীর সুহৃদ রিফাত, স্মৃতি প্রামানিক, মাওয়া, আব্দুল্লাহ আল মামুন, মিলন হোসেন, আব্দুল্লাহ, সাইমুম, সোহাগ, রাফিদ, টুশি, অর্ণব, সোহানা।