রাজবাড়ীতে অভিযান চালিয়ে ২শ পিস ইয়াবাসহ ২ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। শুক্রবার দিবাগত রাত সোয়া ১০ টার দিকে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের রামকোল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাহাদুরপুর রামকোল গ্রামের আব্দুস শুকুর মৃধার ছেলে রাজু মৃধা (২০) ও কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার কমলাপুর গ্রামের মো. আসলাম মিয়ার ছেলে মো. মিরাজ ইসলাম (৩৩)।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের রামকোল বাহাদুরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুল ইসলাম জানান, গ্রেফতাকৃতরা দির্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।