নিয়োগবিধি সংশোধন, ইন-সার্ভিস ট্রেনিং এবং ১৪তম গ্রেডে আপগ্রেডেশনসহ মোট ৬ দফা দাবিতে রাজবাড়ীতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন রাজবাড়ী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে কর্মরত স্বাস্থ্য সহকারীরা।
শনিবার সকাল ৯টা থেকে রাজবাড়ী সদর উপজেলা স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ কর্মবিরতি শুরু হয়। দাবিগুলো মেনে না নিলে প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত কর্মবিরতি পালন করা হবে বলেও জানিয়েছেন তারা। কর্মবিরতির অংশ হিসেবে ইপিআই কার্যক্রম ও আসন্ন টিসিভি (টাইফয়েড) টিকাদান ক্যাম্পেইনসহ সব কার্যক্রম বর্জনের ঘোষণা দিয়েছেন এসকল স্বাস্থ্য সহকারীরা।
কর্মবিরতিতে নেতৃত্ব দেন রাজবাড়ী সদর উপজেলা স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশনের সভাপতি এসএম সবুজ শাহীন। এসময় সংগঠনটির সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলামসহ কর্মরত অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ সময় স্বাস্থ্য সহকারীরা বলেন, দীর্ঘদিন ধরে আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছি। কিন্তু সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তাই আমরা বাধ্য হয়েছি অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করতে। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলমান থাকবে।