রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার জেলার সদর উপজেলায় অবস্থিত বিবেকানন্দ সার্বজনীন মন্দির, রাধাকৃষ্ণ সার্বজনীন মন্দির, হরিসভা সার্বজনীন মন্দির ও জমিদার বাড়ি দেবী রাজেশ্বরী দুর্গাপূজা মন্দিরসহ বেশ কয়েকটি পূজামন্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে রাজবাড়ী পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিজ উছেন মে এবং পূজা উদযাপন কমিটির সংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক ও পুলিশ সুপার উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন উপভোগ করেন। এইসময় তারা সনাতন ধর্মাবলম্বীদের সাথে অষ্টমীর শুভেচ্ছা বিনিময় ও প্রতিমা পরিদর্শন করেন এবং দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবার ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।