ফরিদপুরে বিউটি পার্লার থেকে নারী উদ্যোক্তা শান্তা ইসলামের (৩৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে ফরিদপুর শহরের অনাথের মোড় সংলগ্ন ভবনে শান্তা ইসলামের মালিকানাধীন প্রতিষ্ঠানের ভেতরের একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ফরিদপুরের কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, শান্তা ইসলাম জেলা সদরের নর্থচ্যানেল ইউনিয়নের কাইয়ুম উদ্দিন মাতুব্বরের ডাঙ্গী নামক গ্রামের মৃত কানু মোল্যার মেয়ে। শহরের অনাথের মোড় এলাকায় সাজের মায়া ভবনের নিচতলায় ‘ইয়াং লাইফ বিউটি পার্লার ও লেজার সেন্টার’ নামে তার প্রতিষ্ঠানে ২০ জনের অধিক কর্মচারী রয়েছে। ফরিদপুর শহরের টেপাখোলা এলাকার আকিদুল ইসলাম নামে এক ব্যক্তির সঙ্গে শান্তার বিয়ে হয়। ২০২০ সালে তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায়। তার ১৩ বছর বয়সের একজন কন্যা সন্তান রয়েছে।
ফরিদপুরের কোতোয়ালী থানার ওসি মো. আসাদউজ্জামান জানান, ‘শান্তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।