রাজবাড়ীতে আসন্ন শারদীয় দূর্গা পূজা উপলক্ষে পৌর অঞ্চলে অবস্থিত দুর্গা মন্দিরের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে রাজবাড়ী জেলা শহরের পৌর কমিউনিটি সেন্টারে রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান এ আয়োজন করেন। আলোচনা সভায় বক্তব্য দেন রাজবাড়ী জেলা বিএনপি’র আহ্বায়ক অ্যাড. লিয়াকত আলী বাবু, রাজবাড়ী ক্যান্সার সোসাইটির সভাপতি আইনজীবী দেভাহুতি চক্রবর্তী, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক দিলীপ কুমার কর, জেলা বার এসোসিয়েশনের সাবেক সভাপতি আইনজীবী স্বপন কুমার সোম, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু, জেলা কেন্দ্রীয় মন্দির কমিটির সভাপতি জয়দেব কর্মকার, জেলা কৃষকদলের সদস্য সচিব সাবেক ভিপি এ কে এম সিরাজুল আলম চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, সভাপতি আব্দুল মালেক খান ও রাজবাড়ী জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান প্রমুখ।
বক্তারা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কখনো বৈষম্যের রাজনীতি করে না। আমাদের কাছে কোনো সংখ্যালঘু আর সংখ্যা গরিষ্ঠ বলতে কিছু নেই। আমাদের কাছে সবাই এক। তাই সনাতন ধর্মাবলম্বীদের এ উৎসব আমাদের সকলের জন্যই একটি উৎসব।
আলোচনা শেষে ছাত্রনেতা আরিফুল ইসলাম রোমান এবং তার প্রবাসী বন্ধুমহলের উদ্যোগে শহরের ২৬ টি দূর্গাপূজা উদযাপনকারী মন্দির কমিটির কর্মকর্তাদের হাতে উদযাপনে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।