রাজবাড়ীতে জাকের পার্টির জনসভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে জেলা সদরের খানখানাপুর সুরাজ মোহিনী ইনস্টিটিউট মাঠ প্রাঙ্গণে এ জনসভা ও র্যালী অনুষ্ঠিত হয়।
খানখানাপুর ইউনিয়ন জাকের পার্টি মুলদল ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে জনসভায় খানখানাপুর ইউনিয়ন জাকের পার্টির সভাপতি মো. মোশারফ ফকিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা জাকের পার্টির সভাপতি মোহাম্মদ আলী বিশ্বাস কাঞ্চন। বিশেষ অতিথি ছিলেন জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম মিয়া, সহ-সভাপতি মো. নুরুল ইসলাম মোল্লা, মো. জহির উদ্দিন মৃর্ধা, কোষাধ্যক্ষ মো. আশরাফ আলী মৃধা, দপ্তর সম্পাদক শেখ আব্দুর রাজ্জাক, জেলা ওলামা ফ্রন্টের সভাপতি মাওলানা আব্দুস সালাম জিহাদী প্রমুখ। আলোচনা সভা শেষে খানখানাপুর সুরাজ মোহিনী ইনস্টিটিউট মাঠ থেকে র্যালিটি শুরু হয়ে খানখানাপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি শেষ হয়। পরে দোয়া ও মোনাজাত করা হয়।