রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে গত শুক্রবার বিকেলে ভূমি ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার(রাজস্ব) আজমল হোসেন।
রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যদের মাঝে বক্তৃতা করেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তারিফ-উল-হাসান প্রমুখ।
সভায় ভূমি ব্যস্থাপনার সহজীকরণ এবং সংশ্লিষ্টদের দায়িত্ব ও করণীয় প্রসঙ্গে আলোচনা করা হয়। এছাড়াও মাঠ পর্যায়ে ভূমির সুষ্ঠু ব্যবস্থাপনা করতে গিয়ে যেসব সমস্যা উদ্ভূত হয় সেসব বিষয়ে করণীয় প্রসঙ্গেও বিষদ বিবরণ দেন।
রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে সদর ও গোয়ালন্দ উপজেলার ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তারা এ সভায় অংশগ্রহণ করেন।