রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিজয় মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে জেলা সদরসহ বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের বিএনপির অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ বিজয় মিছিল নিয়ে গোয়ালন্দ মোড় শহীদ গণি চত্বরে উপস্থিত হন। পরে আলোচনা সভা শেষে সন্ধ্যা ৬ টার দিকে সভা স্থল হতে বিশাল একটি বিজয় মিছিল বের হয়। বিজয় মিছিলে ব্যানার, ফেসটুন, জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে কুষ্টিয়া-ফরিদপুর এবং ঢাকা-খুলনা মহাসড়কে প্রদক্ষিণ করে সভা স্থলে উপস্থিত হন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে ভিডিও কলে ভার্চুয়াল বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি ও বিএনপির চেয়ার পার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এম এ মালেক।
জেলা বিএনপির আহবায়ক এ্যাড. লিয়াকত আলী বাবু’র সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট মো. আসলাম মিয়া। উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আবুল হোসেন গাজী, রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি মো. তোফাজ্জেল হোসেন, রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. আব্দুল মালেক, জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রুমান, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মোশারফ আহম্মেদ, গোয়ালন্দ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান মোল্লা মজি, শহীদ গণি’র স্ত্রী মোছা: লাকি বেগমসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপির এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।