রাজবাড়ীর পাংশা উপজেলায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন হয়েছে। উপজেলা বিএনপির উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা শিল্পকলা একাডেমিতে এ কার্যক্রমের উদ্বোধন করেন রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু।
এ উপলক্ষে এক আলোচনা সভায় পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খানের সভাপতিত্বে বক্তৃতা করেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শামসুল আলম আকুল, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মিষ্টি, পৌর বিএনপির সভাপতি বাহারাম হোসেন, সাধারণ সম্পাদক রইচ উদ্দিন খান, জেলা ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম রোমান, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি লিয়াকত খান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, উপজেলা ছাত্রদলের সভাপতি শামিম আহম্মেদ রুবেল, পৌর ছাত্রদলের সভাপতি রাশেদুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, দলীয় কর্মীদের উজ্জীবিত করতে কেন্দ্রের নির্দেশে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু হলো। সমাজবিরোধী কাউকে যেন বিএনপিতে ঠাঁই দেওয়া না হয়। দলের আদর্শবিরোধী কার্যকলাপ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।