পাংশা উপজেলার পাট্টা জোনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামসুল আলম ও নাইট গার্ড ইসরাইল গত দুই মাস ধরে বিদ্যালয়ে আসছেন না। তারা কোনো ছুটিও নেননি। একটি সূত্র জানিয়েছে, গত ৩মে এলাকায় সংঘটিত একটি ঘটনার পর থেকে তারা অনুপস্থিত।
পাট্টা জোনা উচ্চ বিদ্যালয়ে গিয়ে সহকারী প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকদের সাথে কথা বলে জানা যায়, প্রধান শিক্ষক ও নাইট গার্ড প্রায় দুই মাসের অধিক সময় ধরে বিদ্যালয়ে আসেন না। তাদের ছুটি নেওয়ার কোনো তথ্য নেই।
পাট্টা জোনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামসুল আলম বলেন, আমি মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছ থেকে ছুটি নিয়েছি। তার সঙ্গে আমার প্রতিদিনই কথা হয়। কাল এবং আজও দেখা করে আসছি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং ওই বিদ্যালয়ের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, আপনি আগে প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলেন। কি বলে সেটা জানার পরে আমাকে ফোন দিয়েন। প্রধান শিক্ষকের বিষয়ে আবারও প্রশ্ন করা হলে তিনি বলেন, প্রধান শিক্ষক আমার কাছ থেকে কোন ছুটি নেননি।