রাজবাড়ীর পাংশায় উপজেলা প্রশাসন বনাম পাংশা শিল্প ও বণিক সমিতির মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকালে পাংশা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ২-০ গোলে বিজয়ী হয় পাংশা শিল্প ও বণিক সমিতি। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পাংশা শিল্প ও বণিক সমিতির সভাপতি মো. বাহারাম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আবু দারদা।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান, সাংগঠনিক সম্পাদক সামসুল আলম আকুল এবং দেলোয়ার সরদার প্রমূখ। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।