রাজবাড়ী পাংশার হাবাসপুর ইউনিয়নের চরআফড়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার অভিযান চালিয়েঅস্ত্র সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে যৌথবাহিনী। এ সময় রবিউল আলম খাঁ ও রহমান খাঁ’ নামে দুই ভাইকে আটক করা হয়। আটক দুজন ওই গ্রামের মৃত খয়ের খাঁ এর ছেলে। আটককৃত সরঞ্জামগুলির মধ্যে রয়েছে, ২টি ওয়ান শুটার গান, ১টি সদৃশ্যমান বিস্ফোরক, ২টি ব্যাটন, ১টি চাকু, ১টি বেজবল ব্যাট, ১টি দেশী রামদা, ৫টি বুথ কার্ড, এবং ৬০টি কালো যাদুবিদ্যা বই।
পাংশা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।