ইসলামী আন্দোলন বাংলাদেশ পাংশা উপজেলা শাখার উদ্যোগে গত বৃহস্পতিবার বিকালে রাজবাড়ীর পাংশা পৌরসভা চত্তরে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে (চরমোনাই)।
প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, ১৯৭৩ সাল থেকে এ পর্যন্ত যত গুলো নির্বাচন হয়েছে তার মধ্যে একটি গ্রহনযোগ্য নির্বাচনও কেউ উপহার দিতে পারেনি। আমরা বাংলাদেশে আর অগ্রহণযোগ্য নির্বাচন চাই না। আমরা গ্রহনযোগ্য নির্বাচন চাই। স্বাধীনতার পর থেকে যারাই দেশ পরিচালনা করেছে তারা নিজেদের ভাগ্য পরিবর্তন করেছে, জনগনের মৌলিক অধিকার পায়নি। ৫৪ বছরেরও এ দেশের মানুষ মৌলিক অধিকার পায়নি। আগামীতে ইসলামী দলকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চাই সাধারণ মানুষ। এ জন্য আগামী নির্বাচনে হাত পাখায় আপনারা ভোট দিবেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ পাংশা উপজেলা শাখার সভাপতি মাওলানা সিদ্দিকুর রহমান কবির এর সভাপতিত্বে ও সেক্রেটারী হাফেজ মাওলানা আব্দুল্লাহ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ’র কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম খান (জাহিদ হাসান), ইসলামী আন্দোলন বাংলাদেশ কালুখালী উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল মালেক প্রমুখ।