রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ডিজিটাল সেন্টারে থাকা কম্পিউটার, ফটোকপি মেশিন ও প্রিন্টারসহ গুরুত্বপূর্ণ নথি পুরে গেছে। শুক্রবার ভোর পাঁচটার দিকে এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। বৈদ্যুতিক শটসার্কিট থেকে এই আগুনের সূত্র হতে পারে বলে ধারণা করা হচ্ছে ।
ডিজিটাল সেন্টারের পরিচালক কাজী শাহীন জানান, ভোর পাঁচটার দিকে তিনি আগুন লাগার খবর পান। তারপর তিনি ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণ করে। এই অগ্নিকান্ডের ঘটনায় একটি ল্যাপটপ, একটি ডেস্কটপ কম্পিউটার, ফটোকপির মেশিন, প্রিন্টার, রাউটারসহ সেখানে থাকা গুরুত্বপূর্ণ ফাইলপত্র ও ঘরের ভেতরের কিছু আসবাবপত্র পুড়ে গেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
এদিকে আগুনে পুড়ে যাওয়া ডিজিটাল সেন্টার পরিদর্শন করেছেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাজহারুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারিয়া হক, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পায়রা চৌধুরী ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান।
খানগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য মো. ওসমান উদ্দিন শেখ বলেন, ‘ইউনিয়ন পরিষদের নৈশপ্রহরী ভোরে ফজরের নামাজে গিয়েছিল। তারপর এই ঘটনা ঘটে। কীভাবে এই আগুন লাগলো তা বলা সম্ভব না।’
রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের অফিসার মো. সনাজ মিয়া জানান, খবর পাওয়ার পর আমরা ভোর ৫টা ৩৪ মিনিটের সময় ঘটনাস্থলে পৌঁছাই। এরপর অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। ধারণা করা হচ্ছে বৈদ্যতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত ঘটেছে।
স্থানীয় সরকারের উপ-পরিচালক মাজহারুল ইসলাম জানান, খানগঞ্জ ইউনিয়ন পরিষদে একটি অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। অগ্নিকান্ডের কারণ উদঘাটনের জন্য তদন্ত চলছে। আগুনের পুড়ে পরিষদের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। তবে পরিষদের কার্যক্রম চলমান থাকবে।