রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় সন্ত্রাস, লুটপাট ও অতিরিক্ত খাজনা আদায়ের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে দৌলতদিয়া মৎস্য জেলে ও মৎস্য ব্যবসায়ীদের উদ্যোগে দৌলতদিয়া মাছ বাজার এলাকায় এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। কয়েকশ মৎস্য জেলে ও মৎস্য ব্যবসায়ীদের উপস্থিতিতে ঘন্টা ব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন দৌলতদিয়া মৎস্য আড়ৎদার সমবায় সমিতির সভাপতি মো. মোহন মন্ডল, সাধারণ সম্পাদক আনু খাঁ, বাংলাদেশ জাতীয় মৎস্যজীবী সমবায় সমিতির কেন্দ্রীয় সদস্য আসলাম মোল্লা, মৎস্য আড়ৎদার মো. রেজাউল, মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি মো. ইছাক সরদার, সাধারণ সম্পাদক মো. অসেল বেপারী, মৎস্য ব্যবসায়ী নুরুল ইসলাম, মোহাম্মদ প্রমুখ।
বক্তরা বলেন, বিগত বছরগুলোতে আমরা শতকরা ১ টাকা করে খাজনা দিয়েছি। হঠাৎ করে কিছু অসাধু ইজারাদার শতকরা ৫ টাকা হারে খাজনা নেয়া শুরু করেছে। আমাদের দাবি, আমরা পূর্বে যেভাবে শতকরায় ১ টাকা করে খাজনা দিয়েছি এখনো তাই দেব।
বিক্ষুব্ধ জেলে, মাছ ব্যবসায়ী ও আড়ৎদাররা বিক্ষোভ করে বলেন, আমাদের উপর জোর করে চাপিয়ে দেয়া সিদ্ধান্ত ও নির্যাতন আমরা সহ্য করব না। এতো বেশি খাজনা নিলে আমরা এ বাজারে আর মাছ আনবো না। দরকার হলে পাটুরিয়া বাজারে নিয়ে মাছ বিক্রি করবো। অতিরিক্ত খাজনা বন্ধে এসময় তারা জেলা ও উপজেলা প্রশাসনের দৃষ্টি কামনা করেন।