বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে “জন্ম হোক সুরক্ষিত, ভবিষ্যৎ হোক আলোকিত” প্রতিপাদ্যে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৪ টায় দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের আয়োজনে এ র্যালী ও আলোচনা সভা আনুষ্ঠিত হয়।
দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের মাঠ সংগঠক মো. সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় ম্যানেজার মো. জুলফিকার আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. প্রান্ত দাস, মুক্তি মহিলা সমিতির প্রজেক্ট ডিরেক্টর আতাউর রহমান মঞ্জু, পায়াক্ট বাংলাদেশ সংস্থার ম্যানেজার মো. মজিবর রহমান খান জুয়েল, ম্যানেজার (শিক্ষা) শেখ রাজীব, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক সাহেদা আক্তার, স্বাস্থ্য সহকারি হাফিজা সুলতানা, অবহেলিত মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার সভানেত্রী ফরিদা পারভীন, গণস্বাস্থ্য কেন্দ্রের কাউন্সিলর রূপা রানী কুন্ডু, মেডিকেল টেকনোলজিস্ট শাকিল সরদার, প্যারামেডিক মো. সাব্বির, মোছা: খাদিজা খাতন প্রমুখ।
আলোচনা সভা শেষে গণস্বাস্থ্য কেন্দ্র থেকে রালীটি দৌলতদিয়া রেলস্টেশন, যৌনপল্লীর প্রধান প্রধান গলি প্রদক্ষিণ করা হয়।