রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী হতে ৩০ পুরিয়া হেরোইনসহ এক মাদক কারবারি যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। তার নাম নিরব শেখ (১৯)। সে দৌলতদিয়া ইউনিয়নের শামসু মাস্টার পাড়ার বাসিন্দা শহীদ শেখ ওরফে টুপি শহিদের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদ পেয়ে বুধবার বিকেলে দৌলতদিয়া পতিতা পল্লীর ভিতর জনৈক হাসেম ফকিরের বাড়ির সামনে হতে নিরব শেখ (১৯) কে আটক করে থানা পুলিশ। পরে তার দেহ তল্লাশি করে ৩০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর শুক্রবার রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।