রাজবাড়ির গোয়ালন্দের দৌলতদিয়া ৫ নং ওয়ার্ড বদন মৃধা পাড়ায় অগ্নিকান্ডে নিঃস্ব হতদরিদ্র আমিরুল শেখ (২৬) ও তার খালা মিনু বেগম (৬০) এর পাশে সাহায্যের হাত বাড়িয়েছেন দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলী খান।
বৃহস্পতিবার বিকেলে আইয়ুব আলী খান তাদেরকে ২০ কেজি চাউল, ৪ কেজি করে আলু ও পেয়াজ , ১ কেজি করে মরিচ, মুড়ি, খেজুর ও চিড়া, ২ কেজি করে তেল, ডাল ও লবণ, ২ টি করে জগ, গ্লাস, পাতিল, কড়াই, কাপড় ও গামছা ৪ টি চামচ তুলে দেন।
এসময় আরো উপস্থিত ছিলেন দৌলতদিয়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. মো. সুলতান উদ্দিন আহমেদ, আইয়ুব আলী খানের ছোট ভাই মো. ইয়াহিয়া খান প্রমুখসহ তাদের পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ।
ভুক্তভোগী মিনু বেগম বলেন, আগুনে আমাদের বসবাসের একমাত্র ঘরটি পুড়ে যাওয়ায় দুদিন ধরে অনেক কষ্টে দিনানিপাত করছি। এখনো কেউ আমাদের কোনো সহযোগিতা করেননি। আইয়ুব ভাই আজ আমাদের সহযোগিতা করে অনেক বড় উপকার করলেন।
দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আইয়ুব আলী খান বলেন, হতদরিদ্র পরিবার দুটির জন্য জরুরি ভিত্তিতে কিছু সহযোগিতা করলাম। পরে নতুনভাবে ঘর নির্মানের জন্যও আর্থিকভাবে সহযোগিতা করবো। এসময় তিনি সরকারি-বেসরকারি পর্যায়ে সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান জানান।