রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী থেকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ আইয়ুব সরদার (৫৪) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সে উত্তর দৌলতদিয়া লালু মন্ডলের পাড়ার মৃত সিরাজ সরদারের ছেলে।
গোয়ালন্দ ঘাট থানা পুলিশ সূত্র জানায়, গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে থানার এসআই বিল্লাল হোসেন ফোর্স নিয়ে যৌনপল্লীর ১ নম্বর গলির প্রবেশপথের পাশে খলিল শেখের পানের দোকানের সামনে অভিযান চালিয়ে আইয়ুব সরদারকে গ্রেফতার করেন। এ সময় তার কাছ থেকে ৫২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গ্রেফতার আইয়ুব সরদার একজন পেশাদার মাদক কারবারি। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। গ্রেফতারের পর গোয়ালন্দ ঘাট থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে রবিবার দুপুরে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।