রাজবাড়ীর গোয়ালন্দে বাংলাদেশ ছাত্রলীগ গোয়ালন্দ উপজেলা শাখার নেতৃবৃন্দকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার যুব অধিকার গোয়ালন্দ উপজেলা শাখার আয়োজনে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
যুব অধিকার পরিষদ গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি রেজা মাহমুদ’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি, সাংগঠনিক সম্পাদক রুবেল আপন, জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক শাহিন আলম, যুব অধিকার পরিষদ গোয়ালন্দ উপজেলা শাখার সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, ছাত্র অধিকার পরিষদ গোয়ালন্দ উপজেলা শাখার আহবায়ক মো. সাগর প্রমুখ।