সোমবার রাজবাড়ীতে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মেডিকেল কলেজে ভর্তিতে কোটা প্রথা বাতিলের দাবিতে এ সমাবেশে জেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণ করে। রাজবাড়ী শহরের রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্ত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা দেন রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বদানকারী শিক্ষার্থী মীর মাহমুদ সুজন, মো. আমিনুল ইসলাম, মোহাম্মদ টোকন মন্ডল, ফাহাদুল ইসলাম, মো. হাসিবুল ইসলাম, মেহজান মুস্তারি আফরিন, তুষার পাটোয়ারি, সোহেল তানভীর, রাজিব মোল্লা, সাইমুন, মো. সজিবুল ইসলাম সজিব এবং মাহাদি রাকিবুল হাসান।
বক্তারা বলেন, কোটার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। রক্ত দিয়েছি। আমার ভাইয়েরা শহীদ হয়েছে। এখনও কোটা প্রথা থেকে গেলে তা খুবই দুঃখজনক। ৭০ এর বেশি নম্বর পেয়েও সুযোগ পায়নি। আবার কেউ ৪০ এর মত নম্বর পেয়ে সুযোগ পেয়ে যাচ্ছে। আমরা এই কোটা প্রথা মানি না। অবিলম্বে এই কোটা প্রথা বাতিল করতেই হবে। নইলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন তারা।