আজ পহেলা মে, মহান মে দিবস। রাজবাড়ী জেলাসহ সমগ্র দেশে কর্মরত সকল শ্রমজীবী যে যেখান থেকেই নিজের জীবন বাজী রেখে নিজের জীবিকার জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য সর্বোপরি বাংলাদেশের উন্নয়নের জন্য কর্মে নিয়োজিত আছেন সবাইকে সশ্রদ্ধ সালাম। ১৯৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে আত্মহতির মধ্য দিয়ে এ দিনে শ্রমিক শ্রেণির অধিকার প্রতিষ্ঠিত হয়। শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের জন্য শ্রমিকদের আত্মত্যাগের এ দিনটিকে সারা বিশ্বে ‘মে দিবস’ হিসেবে পালন করা হয়। বিশ্বব্যাপী প্রতি বছর উদযাপিত ‘মে দিবস’ আমাদেরকে স্মরণ করিয়ে দেয় শ্রমের মর্যাদা, শ্রমিকদের অধিকার এবং তাদের অবদানের মূল্য। আজকের এদিনে প্রত্যাশা আমাদের দেশে মালিক ও শ্রমিক শ্রেণীর মাঝে গড়ে উঠুক এক সোহার্দ্যপূর্ণ সম্পর্ক। এতে করে আমাদের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে ও বাংলাদেশ হয়ে উঠবে সুখী সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ। আজকের দিনে আমরা কেবল শ্রমিকদের প্রতি কৃতজ্ঞতাই প্রকাশ করি না, বরং তাদের অধিকার নিশ্চিত করা এবং কাজের নিরাপত্তা, ন্যায্য মজুরি ও সমতা প্রতিষ্ঠার জন্য সক্রিয় পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার করি। শ্রমই শক্তি, শ্রমিকই শক্তির উৎস। তাদের মর্যাদা নিশ্চিত করাই হোক প্রকৃত উন্নয়নের দৃষ্টান্ত।
মহান মে দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসন, রাজবাড়ী-এর পক্ষ থেকে সকল শ্রমজীবী মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিবাদন জানাচ্ছি ও সকলের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।
সুলতানা আক্তার
জেলা প্রশাসক
রাজবাড়ী।