রাজবাড়ীর কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়ন ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে সাওরাইল ইউনিয়নের বিকয়া বাজারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে উপজেলা ছাত্রদলের সভাপতি জামাল খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির হিসেবে বক্তব্য দেন জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান। বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরজাদ হোসেন আজাদ, কালুখালী উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি কায়াম আল মাহমুদ । অনুষ্ঠান সঞ্চালনা করেন কালুখালী উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সূর্য।
প্রধান অতিথি বলেন, আগামীতে যাদের নিয়ে কমিটির হবে তাদের দলীয় শৃঙ্খলার ব্যাপারে সতর্ক থাকতে হবে।