পাংশা উপজেলার হাবাসপুর চর আফড়া গ্রামে অবস্থিত কমিউনিটি ক্লিনিকে স্থানীয় মৌসুমি খাদ্য ব্যবসায়ীদের সাথে জেলার নিরাপদ খাদ্য কর্মকর্তার সচেতনতা মূলক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সচেতনতা মূলক মতবিনিময় সভায় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আসিফুর রহমান বলেন, খাদ্য উৎপাদনে সার ও কীটনাশক প্রয়োগের পূর্বে চাষীদের স্বাস্থ্য সচেতন হয়ে প্রয়োগ করতে হবে। নির্দিষ্ট সময়ের পরে বাজারে বিক্রি করতে হবে। নিরাপদ খাদ্য উৎপাদন ও সরবরাহে আপনাদের আন্তরিকা প্রচেষ্টা অব্যাহত থাকলে ভোক্তারা উপকৃত হবে।
বেলা দুইটার দিকে কাচারীপাড়ায় অবস্থিত ভাই ভাই এন্টার প্রাইজের দোজালা একটি আখের গুড়ের কারখানা পরিদর্শন করেন ও এর নমুনা সংগ্রহ করেন। পরিশেষে পাংশা পৌরসভার শশাংক চানাচুর কারখানা পরিদর্শন করেন ও নমুনা সংগ্রহ করেন।