রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে বুধবার দুপুরে আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন এর সভাপতিত্বে ও নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদশা আলমগীরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাগত সরকারি কমিশনার (ভুমি) এহসানুল হক শিপন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বালিয়াকান্দি উপজেলা জামায়াতে ইসলামী আমির আব্দুল হাই জোয়াদ্দার, বিএনপি নেতা রুহুল আমিন, ইউনিয়ন জামাতের সেক্রেটারী ও নবাবপু ইমামম কমিটির সাধারণ সম্পাদক সাইফুল্লাহ, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সুলায়মান রহমান প্রমূখ।