রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের পালেরডাঙ্গি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ ও অস্ত্র উদ্ধারের ঘটনায় সোমবার রাতে পাংশা থানায় পৃথক দুটি মামলা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার তিনজনকে মঙ্গলবার রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে। তারা হলো একই গ্রামের আব্দুল হকের ছেলে রাসেল শেখ, কিয়ামুদ্দিনের ছেলে আব্দুল মালেক এবং আবু বক্কার সিদ্দিক। উদ্ধার অস্ত্রের মধ্যে রয়েছে একটি ওয়ান শুটারগান, একটি তরবারি ও একটি ড্যাগার।
স্থানীয় ও পাংশা থানা সূত্র জানায়, সোমবার দুপুরে সরিষা ইউনিয়নের পালেরডাঙ্গি গ্রামে স্থানীয় রাসেল গ্রুপ ও মিঠু গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়। খবর পেয়ে পাংশা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই সময় তিনজনকে গ্রেপ্তার ও তিনটি অস্ত্র উদ্ধার করে পুলিশ।
পাংশা থানার ওসি মো. সালাউদ্দিন জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে মারামারি, ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। মারামারি ঘটনায় ভুক্তভোগী ফারুক বাদী হয়ে একটি এবং অস্ত্র উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে মোট দুটি মামলা দায়ের করেছে। ঘটনার সাথে জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।