রাজবাড়ী ও কুষ্টিয়া জেলার বাস শ্রমিকদের দ্বন্দের জেরে রাজবাড়ী-কুষ্টিয়া রুটে শনিবার বিকেল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সুকুমার ভৌমিক।
জানা গেছে, শনিবার দুপুরে কুষ্টিয়া থেকে রাজবাড়ীগামী লোকাল রাজমহল বাসের সঙ্গে কুষ্টিয়া থেকে রাজবাড়ী গামী অন্য একটি লোকাল বাস কুমারখালী গড়াই সেতুর কাছে আটকা পরে। পরে ওভারটেকিং নিয়ে উভয় বাসের শ্রমিকদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। কুমারখালীর আলাউদ্দিন মোড়ে কুষ্টিয়ার বাস শ্রমিকেরা রাজবাড়ীর শ্রমিকদের মারধর করে। এ ঘটনার পর বাস দুটি রাজবাড়ী মুরগি ফার্ম এলাকায় পৌঁছালে রাজবাড়ী জেলার বাস শ্রমিকদের একটি গ্রুপ কুষ্টিয়াগামী লোকাল বাসের শ্রমিকদের মারধর করেন। এর জের ধরে দুই জেলার মধ্যে শনিবার বিকেল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে।
রাজবাড়ী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সুকুমার ভৌমিক রোববার জানান, দুই জেলার পরিবহন শ্রমিকদের বিরোধে বাস চলাচল বন্ধ রয়েছে। আমরা সমস্যা সমাধানে দুই জেলার শ্রমিকদের নিয়ে বসে বিরোধ মেটানোর চেষ্টা করছি। এখানে মালিকদের কোন সমস্যা নেই।
এদিকে বাস বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছে যাত্রীরা। রোববার দুপুরে রাজবাড়ী নতুন বাজার এলাকায় গিয়ে দেখা যায় বাস বন্ধ থাকায় যাত্রীরা ব্যাটারী চালিত অটো রিক্সা ও মাহেন্দ্রে গন্তব্যে যাচ্ছে। বাড়তি ভাড়ার সাথে যোগ হয়েছে দুর্ভোগ।
সাভার থেকে আসা তুহিন শেখ বলেন, আমি কুষ্টিয়া যাবো। দৌলতদিয়া ঘাটে এসে জানতে পারি বাস বন্ধ। তারপর মাহেন্দ্রে ঘাট থেকে রাজবাড়ী এসেছি। রাজবাড়ী থেকেও আবার ভেঙ্গে ভেঙ্গে যেতে হচ্ছে।