গতকাল রোববার সকালে রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ীর জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
এসময় বক্তৃতা করেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব, রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক, পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আবু দারদা, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক আজমীর হোসেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান প্রমুখ। সভা সঞ্চলনা করেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারিফ-উল-হাসান।