“সত্যবল সুপথে চল ওরে আমার মন” এই স্লোগানে পালিত হলো রাজবাড়ী জেলার লালন ভক্ত ও বাউল শিল্পীদের প্রবীণ সংগঠন রাজবাড়ী লালন বাউল একাডেমির ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী। শুক্রবার সন্ধ্যায় বাউল শিল্পী আব্দুল আজিজ সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ কাজী নজরুল ইসলাম।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক মো. নাসির উদ্দিন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. শাহ আলম। উপস্থিত ছিলেন সাংস্কৃতিক পরিমন্ডলের শতাধিক বাউল ও লালন ভক্তবৃন্দ।
২০০৪ সালের ১০ জানুয়ারি তৎকালীন সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এই জেলার বাউল শিল্পীদের জন্য এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন। সেই থেকে এ জেলার বাউল শিল্পীগণ রাজবাড়ী লালন বাউল একাডেমিতে মিলিত হন। অনুষ্ঠানে লালন বাউল একাডেমির প্রতিষ্ঠাতা সদস্য সহিদুর রহমান এবং প্রধান অতিথিকে পুষ্পমাল্যে বরণ করা হয়। আলোচনায় স্বাগত বক্তব্য রাখেন লালন বাউল একাডেমির প্রতিষ্ঠাতা সদস্য কামরুজ্জামান আনসারী। আলোচনা শেষে বাউল শিল্পীগণ সংগীত পরিবেশন করেন।