স্বাবলম্বী প্রজেক্টের অংশ হিসাবে রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাবের পক্ষ থেকে একজন অসহায় রিকসা চালক বাবুল মিয়াকে একটি নতুন রিকসা প্রদান করা হয়েছে। তিনি বাণিবহ ইউনিয়নের বিচাত্রা গ্রামের বাসিন্দা। এ সময় উপস্থিত ছিলো রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, রিয়াজ আক্তার (টুয়েল), সোনিয়া আক্তার স্মৃতি, পাভেল রহমান, ইয়াসিন রাজ, শেখ ইসলাম, মিসকাত মাসুদ, আরিয়ান ইখতিয়ার, লাবনী সহ অন্যরা।
বাবুল মিয়া অনুভূতি প্রকাশ করে বলেন, এটি আমার জীবনের সেরা পাওয়া। রাজবাড়ী ব্লাড ডোনার ক্লাব আমাকে যে সহায়তা দিল তা কখনোই ভুলবার নয়। আমাদের মত অসহায় গরিবদের যদি এভাবে বিত্তবান মানুষেরা সাহায্য সহযোগিতা করে তাহলে সমাজে অভাব থাকতো না।
উল্লেখ্য রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাব অসুস্থ মানুষের রক্ত সেবা প্রদান ছাড়াও ব্যাপকভাবে সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।