রাজবাড়ীর গোয়ালন্দে মো. শাহিন মোল্লা ওরফে সাদ্দাম (৩০) নামের এক ইয়াবা ব্যবসায়ীকে ধাওয়া দিয়ে তার দোকানঘর হতে তিনটি আগ্নেয়াস্ত্র, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করেছে থানা পুলিশ। ৮ জানুয়ারি বুধবার রাত সাড়ে ৮ টার দিকে থানা পুলিশ উপজেলার পশ্চিম উজানচর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল অভিযানে গিয়ে অস্ত্রগুলো উদ্ধার করে।
গোয়ালন্দঘাট থানা পুলিশ জানায়, গোপন সংবাদ পেয়ে থানার এসআই মাহবুব, এসআই জুয়েল ও এসআই সেলিম সঙ্গীও ফোর্স নিয়ে মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল অভিযানের জন্য বুধবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার উজানচর ইউনিয়নের গোধূলি পার্কের সামনে অবস্থান নেয়। এ সময় বেড়িবাঁধের পাশে পাকা রাস্তার উপর সাদ্দাম হোসেন নামের ওই চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী মোটরসাইকেল যোগে ইয়াবা সরবরাহ করতে আসে। তখন উক্ত সাদ্দাম পুলিশের উপস্থিতি বুঝতে পেরে মোটরসাইকেল যোগে পাশ্ববর্তী রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের সম্রাট নগর বাজারে তার দোকানঘরে পৌঁছায়। সেখানে তার ড্রেজারের পাইপ বিক্রির একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। মোটরসাইকেলটি ব্যবসার দোকানের সামনে রেখে সাদ্দাম সেখান থেকে কৌশলে সটকে পড়ে। পরে পুলিশ সম্রাট নগর বাজারে পৌঁছে সাদ্দামের পাইপের গুদাম ঘরে তল্লাশি চালায়। তল্লাশি চলাকালে তারা ০৩ টি আগ্নেয়াস্ত্র, ৭ রাউন্ড গুলি ও তিনটি ম্যাগজিন উদ্ধার করে। অভিযুক্ত সাদ্দাম গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের রিয়াজউদ্দিন পাড়ার শাহজাহান মোল্লার ছেলে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি রাকিবুল ইসলাম জানান, সাদ্দাম হোসেন একজন চিহ্নিত ইয়াবা ব্যাবসায়ী ও সন্ত্রাসী। সে আরো বিভিন্ন অপরাধের সাথে জড়িত। আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।