রাজবাড়ীর গোয়ালন্দে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা মামলায় তিন আওয়ামী লীগ নেতার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। তারা হলেন গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা, দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোসারফ হোসেন মূসা ও গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. নুরুল ইসলাম। বুধবার রাজবাড়ী আদালতে আত্মসমর্পণ করে জামিন নিতে গেলে বিচারক তাদের আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।
গোয়ালন্দ ঘাট থানা সূত্র জানায়, গোয়ালন্দে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় এজাহারভুক্ত নামীয় তিনজন আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়েছিলেন। আদালতের বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। তারা তিনজনই এজাহারভুক্ত আসামি।