রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গোপালপুর বাজার এলাকা থেকে মঙ্গলবার বিকেলে ৭শ গ্রাম গাঁজাসহ রুবেল মন্ডল নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পাংশা থানার পুলিশ। সে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মুন্সিগঞ্জ গ্রামের মৃত হোসেন মন্ডলের ছেলে।
পাংশা থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের গোপালপুর বাজার এলাকায় যাত্রীবাহী বাস তল্লাশীকালে কুষ্টিয়া থেকে রাজবাড়ীগামী যাত্রীবাহী একটি বাস সিগন্যাল দিলে থামে। তখন পুলিশের উপস্থিতি টের পেয়ে রুবেল বাস থেকে কৌশলে নেমে পালানোর চেষ্টা করে। পুলিশ তাকে আটক করে দেহ তল্লাশীকালে ডান হাতে ধরা অবস্থায় একটি সাদা ও নীল রংয়ের কাপড়ের হাত ব্যাগের মধ্যে সাদা পলিথিন দ্বারা মোড়ানো সাতশত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এব্যাপারে পাংশা থানার এসআই মো. শিহাবুদ্দিন বাদী হয়ে পাংশা থানায় মাদক আইনে একটি মামলা করেছেন। আসামিকে রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে।