রাজবাড়ী সদর থানার পুলিশ রামকান্তপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম মোল্লাকে গ্রেপ্তার করেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে সোমবার রাতে রামকান্তপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি একই ইউনিয়নের বড়মুরারীপুর গ্রামের খালেক মোল্লার ছেলে ও রামকান্তপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সদস্য।
রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে ২০২৪ সালের ৩০ আগস্ট তারিখে শিক্ষার্থী রাজীব মোল্লা বাদী হয়ে ১৭০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও তিনশ জনের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মামলা করেন। তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে ইব্রাহীম মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার তাকে রাজবাড়ীর আদালতে চালান করা হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়।