রাজবাড়ীতে প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর সাড়ে বারোটায় রাজবাড়ী অফিসার্স ক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী জেলা, গার্ল গাইডস্ এসোসিয়েশনের আয়োজনে, রাজবাড়ী জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আঞ্চলিক কমিশনার ঢাকা অঞ্চল বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন ও যুগ্ম সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয় আনজুমান আরা। বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ী জেলা শিক্ষা অফিসার মো. হাবিবুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. তবিবুর রহমান।