শীতার্ত মানুষের শীত নিবারণের জন্য নিরন্তর ছুটে চলেছেন রাজবাড়ীর জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। শনিবারও দুস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
রাজবাড়ীর রাজবাড়ী জেলার চন্দনী দুঃস্থ ও প্রতিবন্ধী মহিলা উন্নয়ন সংস্থার দুঃস্থ, অসহায় ও প্রতিবন্ধী দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল ও ফল বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তারিফ-উল-হাসান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, রাজবাড়ীসহ জেলা প্রশাসন, রাজবাড়ীর কর্মকর্তা কর্মচারীবৃন্দ।