বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে রাজবাড়ীর গোয়ালন্দে আগামী ৫ জানুয়ারি উপজেলা বিএনপির ডাকা জনসভা সফল করার লক্ষ্যে উজানচর ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গসংগঠনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
৩ জানুয়ারি বিকেলে উজানচর ইউনিয়ন পরিষদ চত্বরে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় উজানচর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সেলিম খান ছলিমের সভাপতিত্বে এতে সঞ্চালনা করেন উজানচর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলাম।
প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক পৌর আহ্বায়ক দুলাল চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মালেক, উপজেলা বিএনপির সহ-সভাপতি আইয়ুব আলী খান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব সানোয়ার আহমেদ সানুসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।
এ সময় উজানচর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সেলিম খান ছলিম বলেন, আমারা আগামী ৫ তারিখে উজানচর ইউনিয়ন বিএনপির ৫ হাজার লোক নিয়ে জনসভায় অংশগ্রহণ করব। জনসভা সফল করতে আমরা সক্রিয় ভূমিকা পালন করব।