রাজবাড়ী সদর উপজেলার বানিবহ ইউনিয়নের বানিবহ গ্রামে শেখ গোলাম রেজা বাবলু নামে এক ব্যবসায়ীর বাড়ীতে দুধর্ষ ডাকাতি হয়েছে। বৃহস্পতিবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। ডাকাতরা বাড়ীর সবাইকে জিম্মি করে ৩২ ভরি স্বর্ণালংকার, নগদ ৪ লক্ষ ৭৫ শত টাকা ও ২টি ফোন লুটপাট করে নিয়ে যায় ।
ভুক্তভোগী বাবলুর ভাই কলেজ শিক্ষক গোলাম রাসেল অপু বলেন, বাড়ীর দরজা ভেঙ্গে ১৫-২০ জনের অস্ত্রধারী ডাকাতদল ঘরের মধ্যে প্রবেশ করে। বাবা-মা ও প্রবাসী ভাইয়ের স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরের মালামাল তছনছ করে। ডাকাতরা ৩২ ভরি স্বর্ণালংকার, ব্যবসায়ের নগদ ৪লক্ষ ৭৫শত টাকা, ২টি মোবাইল ফোন ও অন্যান্য মালামাল লুটপাট করে নিয়ে যায়। ডাকাতি শেষে ঘরের মধ্যে সবাইকে রেখে বাইরে থেকে ছিটকানী দিয়ে রেখে বাড়ীর পিছন থেকে পালিয়ে যায়। চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে বাইরে থেকে সিটকানী খুলে দেয়। বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হলে রাত ২টার দিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা সকালে আবারও আসার কথা বলেন।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ মাহমুদুর রহমান জানান, খবর পেয়ে তাৎক্ষনিক ভাবে পুলিশ ফোর্স পাঠানো হয়। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।