রাজবাড়ীতে সাম্রাজ্যবাদ ও সংহতি দিবস উপলক্ষে শহীদ মতিউলের সমাধীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে জেলা ছাত্র ইউনিয়ন। বুধবার সকালে পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে তার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
শ্রদ্ধাঞ্জলি শেষে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় । আলোচনা সভায় বক্তব্য দেন জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক উৎসব চক্রবর্তী, জেলা কমিটির প্রচার সম্পাদক মাহির খান, শহর শাখার সভাপতি মেহরান খান, সদর উপজেলা কমিটির সদস্য দ্বীন ইসলাম। এসময় সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন ।
বক্তারা বলেন, শহীদ মতিউল ইসলাম সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে নিজের জীবন দিয়েছেন। কিন্তু আজও সাম্রাজবাদের আগ্রাসন সারা বিশ্বে ছড়িয়ে আছে। মতিউলের আর্দশকে নিজের মধ্যে ধারণ করতে হবে। সারা বিশ্বের মেহনতী মানুষের মুক্তির জন্য সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে। ছাত্র ইউনিয়ন আজও তার সংগ্রাম জারি রেখেছে ।
ভিয়েতনামে মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনে ১৯৭৩ সালের এই দিনে শহীদ হন মতিউল ইসলাম। তৎকালীন সময়ে তিনি ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। ভিয়েতনাম সরকার কর্তৃক জাতীয় বীরশ্রেষ্ঠ ঘোষণা করা হয় ও মরনোত্তর স্বর্ণ পদক প্রদান করা হয়।