‘নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার’ প্রতিপাদ্য সামনে রেখে রাজবাড়ীতে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে নারী ও পুরুষ দলের ওয়াকাথন প্রতিযোগিতা ও কল্যাণ রাষ্ট্র গঠনে সমাজকল্যাণ মন্ত্রনালয়ের ভুমিকা ও তরুণ প্রজন্মের প্রত্যাশা বিষয়ে আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ী জেলা প্রশাসনের আম্রকাননে বৃহস্পতিবার সকাল এগারোটায় ওয়াকাথন প্রতিযোগিতার মাধ্যমে জাতীয় সমাজসেবা দিবস কার্যক্রম শুরু করা হয়। ওয়াকাথন প্রতিযোগিতায় নারী ও পুরুষ দলের তিনজন করে প্রতিযোগীকে বিজয়ী ঘোষণা করা হয়।
রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে, রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে, জেলা প্রশাসক কার্যালয়, স্থানীয় সরকারের উপপরিচালক, মল্লিকা দে আড্ডা পরিচালনা করেন। রাজবাড়ী জেলা সমাজসেবা কার্যালয়,উপপরিচালক, রুবাইয়াত মো. ফেরদৌস আড্ডার সূচনা করেন। অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাজবাড়ী মো. আবু রাসেল ও জুলাই গণআন্দোলনের ছাত্র-ছাত্রীরা।