পাখি প্রেমী ওমর ফারুক সব সময় পাখি নিয়ে ব্যস্ত থাকেন। তার কাছ টিয়াসহ বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে। ওমর ফারুকের বাড়ী রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর গ্রামে। ওমর ফারুক যেখানেই যান সব সময় তার সাথে থাকে টিয়া পাখি দুটো। ওমর ফারুক বলেন ছোট বেলা থেকেই আমার পাখি খুব ভালো লাগে। সেই ভালোবাসা থেকেই পাখি পোষা শুরু করি। ঢাকা মিরপুর থেকে প্রথমে একটি টিয়ার বাচ্চা নিয়ে আসি। পরে আরেকটি এলাকা থেকে সংগ্রহ করেছি। আমি যেখানেই যাই পাখি দুটো আমার সাথেই থাকে। তিনি আরো বলেন, আমার সব চাইতে বেশী ভালো লাগে যখন পাখি দুটো আমাকে আদর করে।