রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৪ নং ফেরি ঘাট এলাকার শাহাদৎ মেম্বার পাড়ায় দুটি বসত বাড়ী ও একটি গবাদি পশু আগুনে পুড়ে ভস্মিভূত হয়েছে। আরও দুটি পশু মারাত্মকভাবে পুড়ে গেছে। শুক্রবার বিকেল সাড়ে ৪ টার সময় দৌলতদিয়া শাহাদৎ মেম্বার পাড়ায় এ ঘটনাটি ঘটেছে।
স্থানীয়রা জানান, শহীদের বাড়ীর রান্নাঘর থেকে আগুনে সূত্রপাত ঘটে। এতে শহিদের বাড়ীর পাশাপাশি রেজাউল নামে আরেকজনের বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এলাকাটি ঘনবসতি হওয়ার কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এ সময় শহীদের গোয়াল ঘরে থাকা ৩টি গরু আগুনে পুড়ে যায়। এতে একটি গরু ঘটনাস্থলেই পুড়ে মারা যায়। অন্য দুটি গরু পুড়ে আহত হয়। পরিবারের সকলের চিৎকার চেঁচামেচিতে আশপাশে থাকা লোকজন এগিয়ে এসে আগুন নিভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে গোয়ালন্দ ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তার আগেই দুটি পরিবারের সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন ধারণা করছেন দুটি পরিবারের ১৫/২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের লিডার বাছের আলী জানান, আমরা খবর পেয়ে দ্রুত সময় ঘটনাস্থলে এসে এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। প্রাথমিক তথ্য অনুযায়ী ধারণা করা হচ্ছে দুটি পরিবারের প্রায় ১৪ লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে।