বাড়ীর আঙ্গিনায় নানা প্রজাতির সবজী বাগান তৈরি করে পুষ্টির চাহিদা পূরনের কাজ করছে কৃষি সম্প্রসারন দপ্তর। সেই লক্ষে এ বছর উপজেলার ৭ ইউনিয়নের ৮৪ জন কৃষান কৃষানী নির্বাচন করা হয়েছে।
বৃহস্পতিবার নির্বাচিত কৃষান কৃষানীদের মাঝে পুষ্টি বাগানের উপকরণ বিতরণ করা হয়েছে। বিতরন অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা পূর্ণিমা হালদার, কৃষি সম্প্রসারন অফিসার নাইমুর রহমানসহ উপসহকারীগন উপস্থিত ছিলেন। কৃষি সম্প্রসারন দপ্তর সুত্রে জানা গেছে প্রত্যেক উপকার ভোগীকে ১টি করে আম, জাম্বুরা,বরই চাড়া,২৫ প্যাক বিভিন্ন সবজির বীজ ও বাগান ঘেড়ার জালসহ নানা উপকরন দেওয়া হয়েছে।