রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের সূর্যনগর এলাকা থেকে রোববার রাতে একটি বিদেশি রিভলবার ও এক রাউন্ড তাজা গুলিসহ দেলোয়ার হোসেন দুলাল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সে একই ইউনিয়নের দয়ালনগর গ্রামের খলিল মন্ডলের ছেলে। সে সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান, সেনাবাহিনী ও রাজবাড়ী সদর থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে রাত ১০টার দিকে সূর্যনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার দুলালের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ রয়েছে। সোমবার তাকে রাজবাড়ীর আদালতে চালান করা হয়।
৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার