রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর বাজারের সেলুন এসোসিয়েশন এর সভাপতি রঞ্জিত সরকার (পতু) ৬২ পরলোক গমন করছেন। গত রবিবার রাত ১১.৩০ মিনিটে ফরিদপুর হার্ড ফাউন্ডেশন হাসপাতালে তার মৃত্যু হয়। খানখানাপুর বাজারে বহু পূরাতন সেলুন এর ঘর রয়েছে দীর্ঘ ৪০ বছর ধরে, খানখানাপুর এর সকলে তার সেলুন এর কথা এক নামে চেনে। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য আতœীয়স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে খানখানাপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মামুনুর রহমান (মামুন) শোক প্রকাশ করেছেন। সোমবার ১১টার সময় খানখানাপুর কেন্দ্রীয় মহাশ্মশানে তার দাহ সম্পন্ন হয়।