স্বীকৃতি
জান্নাতুল ফেরদৌস মিমি
অশুদ্ধ সুর ছেয়ে গেছে সারা বিশ্বময়
সবাই এখন এসব শুনে করছে ইনজয়
হচ্ছে যে ছন্দপতন নাই সুরের মায়া
এসব করেই আমরা সবাই নিচ্ছি বাহবা
জারি সারি ভাটিয়ালি হচ্ছে এখন বিকৃতি
শক্ত হাতে রুখতে হবে মন করেছি সুস্থির
রবীন্দ্রনাথ, নজরুল আর লালন শাইজির গানে
শুদ্ধ সুরে গাইবো মোরা শপথ নিয়েছি প্রাণে
শুদ্ধ করে গাইবো গান করবো না আর বিকৃতি
এই স্লোগান নিয়েই মোরা বাংলা গানে
ফিরিয়ে আনবো বিশ্বজয়ের স্বীকৃতি।