রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১২:২২ অপরাহ্ন
সর্বশেষ খবর:
অন্ডথলির রোগ ভুগছেন অনেক পুরুষ -ডা. রাজীব দে সরকার গোয়ালন্দে দুরন্ত ক্রিকেট একাদশ অর্জিত ট্রফি প্রদর্শনী পাংশায় যুবদল নেতাকে লক্ষ্য করে গুলি, প্রতিবাদে বিক্ষোভ রাজবাড়ীতে অস্ত্রসহ গ্রেফতার ১ রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে কালুখালীতে বিএনপির জনসমাবেশ রাজবাড়ীর জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ রাজবাড়ী জেলার সদর উপজেলার খানখানাপুর বাজার এলাকার আব্দুল গণির পরিবারের সাথে সাক্ষাৎ করেন মা যে তথ্য দেবে সেই তথ্যের উপরই জন্ম নিবন্ধন করতে হবে কেকেএস ও ফ্রিডম ফান্ডের আয়োজনে সুবিধাবঞ্চিত শিশু ও তাদের মায়েদের জন্ম নিবন্ধন নিশ্চিতকরণে অ্যডভোকেসি সভা পাংশায় যুবদল নেতা ফরহাদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ সোনাপুর বাজারে ব্যবসায়ীকে মারপিটের প্রতিবাদে সমাবেশ ইয়াবাসহ গ্রেফতার মাদক ব্যবসায়ী

ড. ফকীর আব্দুর রশীদের জন্মদিনে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক ॥
  • Update Time : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ৩৫ Time View

রাজবাড়ী সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ সূফী সাধক ড. ফকীর আব্দুর রশীদের জন্মদিন ছিল ২১ ডিসেম্বর শনিবার। ১৯৪২ সালের ২১ ডিসেম্বর রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ভীমনগর গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন তিনি। তার পূর্ব পুরুষ সবাই ছিলেন পীর, দরবেশ। তিনি নিজেও একজন চিশতিয়া তরিকার পথপ্রদর্শক।

তিনি বহরপুর জুনিয়র হাইস্কুল, রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়, রাজেন্দ্র কলেজ, ফরিদপুর ও কুষ্টিয়া কলেজ, কুষ্টিয়ায় পড়াশোনা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে এমএ ডিগ্রি লাভ করেন এবং পি.এইচ.ডি অর্জন করেন। সুফী দর্শনে ঢাকা বিশ^বিদ্যালয় থেকে তিনিই সর্বপ্রথম ডক্টরেট ডিগ্রিধারী ও গবেষক এবং এলমে তাসাউফ এর মূল দর্শনের উপর উপমহাদেশে সর্বপ্রথম পি.এইচ.ডি ডিগ্রি লাভ করেন। বর্তমানে রাজবাড়ী শহরে সজ্জনকান্দায় বসবাস করছেন তিনি। ছোটবেলা থেকেই তাঁর সাহিত্য চর্চা শুরু হয়। তিনি নিজে কবি, সাহিত্যিক, গবেষক ও শিক্ষাবিদ। তিনি মুক্তিযুদ্ধের রাজবাড়ী মহকুমার অন্যতম সংগঠক ছিলেন। পেশাগত জীবনে তিনি একজন অধ্যাপক ও অধ্যক্ষ হিসেবে রাজবাড়ী সরকারি কলেজসহ দেশের বিভিন্ন সরকারি কলেজে কর্মজীবন অতিবাহিত করেছেন।

তাঁর পুরস্কার ও পদক : জেলার শ্রেষ্ঠ সাহিত্যক, শিল্পকলা একাডেমি পুরস্কার, ১৯৮৭। জেলার শ্রেষ্ঠ সাহিত্যক, গ্রন্থমেলা পদক, ১৯৯৫। শ্রেষ্ঠ অধ্যক্ষ পুরস্কার ১৯৯৮। জেলার কৃতি শিক্ষাবিদ ও সাহিত্যিক পুরস্কার, ঢাকাস্থ বালিয়াকান্দি উপজেলা সমিতি, ঢাকা-২০১০। ফরিদপুর বর্ণমালা সম্মাননা স্মারক ২০২১ মীর মশাররফ হোসেন সাহিত্য পদক ২০২১। এছাড়া আরও অনেক সম্মাননা ও সনদ লাভ করেন। তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য। বাংলা একাডেমি কর্তৃক রাজবাড়ী জেলার মুক্তিযুদ্ধের দলিল ও ইতিহাসের অন্যতম লেখক। তাঁর স্ত্রী ফিরোজা সুলতানা রশীদ রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তিনি ছয় পুত্র, চার কন্যা সন্তানের জনক। তার রািচত বইয়ের মধ্যে রয়েছে অনিকেত অনুভূতি, বিস্রস্ত প্রহর, হৃদয় স্পন্দন, অজন্ম স্বপ্ন সাধ, প্রেয়সী প্রথম পর্ব প্রেম ও ফানা। প্রবন্ধ গ্রন্থ রয়েছে সাহিত্য ও সংস্কৃতি। ধর্ম গ্রন্থ রয়েছে আধ্যাত্মিক শিক্ষা, আঞ্জুমান-ই-চিশতিয়া, ইসলাম ও সঙ্গীত, পীরানে চিশত, নাজাতের পথ। জীবনী গ্রন্থের মধ্যে রয়েছে জেন্দাপীর। দর্শন ও গবেষণা গ্রন্থ সুফী দর্শন, আত্মার স্বরূপ, বাংলায় সুফী তত্ত্বের স্বরূপ, সুফী শব্দকোষ। নাটক অধ্যাপক। ছোটদের গল্প : পুঁটি কন্যা। স্মৃতিচারণমূলক গ্রন্থঃ সাগর সঙ্গম। পত্রিকা সম্পাদনা : মাসিক ‘চন্দনা’, ‘ত্রৈমাসিক তওহীদ’।

তার ৮৪তম জন্মদিনে মানুষের ভালোবাসায় শুভেচ্ছায় সিক্ত হয়েছেন সূফী সাধক রাজবাড়ী সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর ড. ফকীর আব্দুর রশীদ। শনিবার তার জন্মদিনে নিজ বাসভবনে মিলাদ মাহফিলসহ নানা অনুষ্ঠানের আয়োজন করেন তার ভক্তরা। এছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন তাকে শুভেচ্ছা জানায়। বিকেলে রাজবাড়ী একাডেমির পক্ষ থেকে ড. ফকীর আব্দুর রশীদ ফুল, বইসহ নানা উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় রাজবাড়ী একাডেমির সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমান, সহ সভাপতি কমল কান্তি সরকার, মুহাম্মদ সাইফুৃল্লাহ, যুগ্ম সম্পাদক আহসান হাবীব, সৌমিত্র শীল চন্দন, সাংগঠনিক সম্পাদক ফারুক উদ্দিন, কার্যনির্বাহী সদস্য জেসমিন আরা নিপা, হৈমন্তি বিজয়, রাফিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 daily Amader Rajbari
Theme Dwonload From ThemesBazar.Com